ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

ইফতারের বাজারেও তথ্য প্রযুক্তির ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ৯ জুন ২০১৭

রাজধানীর ইফতারের বাজারেও লেগেছে তথ্য প্রযুক্তির ছোঁয়া। অনলাইনে অর্ডার দিলে, ঘরে বসেই মিলছে পছন্দের ইফতার। যানজটের ভোগান্তি এড়াতে স্বল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছে অনলাইন ইফতারের বাজার।
রাজধানী ঢাকায় যানজট মানুষের নিত্যসঙ্গী। তার উপর ইফতারি তৈরির পর্যাপ্ত সময় থাকে না কর্মজীবীদের। ভরসা দোকানের ইফতার। মাঝে মাঝে সেই ইফতারি কিনতেও পোহাতে হয় নানা ঝামেলা।
তবে, সব সমস্যা এক নিমিষেই সমাধান করে দিচ্ছে হাতের স্মার্ট ফোন। একটি ফোনকল অথবা অনলাইনে অর্ডার দিলে, স্বল্প সময়ে ঘরে চলে আসছে পছন্দের ইফতার।  
হাঙ্গিরিনাকি, ফুড পান্ডা, ফুডমার্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে ইফতারের অর্ডার নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছে।
শুধু রেষ্টুরেন্টের খাবার নয়, ঘরোয়া স্বাদের ইফতারও গ্রাহকদের কাছে তুলে দিচ্ছেন তরুণ উদ্যোক্তারা।
প্রচলিত ছোলা- পেঁয়াজুর পাশাপাশি বিরিয়ানি, তেহারি, পিৎজা, কাবাব, সেমাই, মিষ্টি, পিঠা সহ নানা মুখরোচক খাবারের তালিকা থাকে অনলাইন ভিত্তিক এসব ইফতারির বাজারে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি