ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইবাদত-বন্দেগিতে পবিত্র শবেবরাত পালন (ভিডিও)

প্রকাশিত : ১২:৪২, ২২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:০০, ২২ এপ্রিল ২০১৯

অতীতের ভুলের জন্য ক্ষমা, সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মসুলমানরা। মসজিদগুলোতে মুসল্লিরা রাতভর নফল নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রার্থনায় অংশ নেন।

পবিত্র রজনী শবে বরাত। ধর্মপ্রান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত-বন্দেগিতে সমগুল। মহান ¯্রষ্টার কাছে মাফ চাইছেন। কামনা করেছেন রহমত।

বান্দার আবেদনে আল্লাহতালা খুলে দেন রহমতের দরজা। তাই মসজিদ-মসজিদে ভিড় ধর্মপ্রাণ মুসল্লীদের।

নিজেকে পাপ মুক্তি রাখতে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ চান তারা। স্বজনসহ অন্যারা যাতে জান্নাতবাসী হন তার জন্যও দোয়া করেছেন মুসল্লীরা।

শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত। তাই আল্লাহর কাছে সবার প্রার্থনা ছিল, নিজের জন্য, স্বজনদের জন্য, দেশের জন্য, মানবজাতির জন্য। সবাই যেন শান্তিতে থাকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি