ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস অভিযান

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ২৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পরিচ্ছন্ন রাখতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের লালন শাহ্ হলের কর্মীরা। এ পরিচ্ছন্ন অভিযানে প্রায় অর্ধশত ছাত্রলীগ নেতা-কর্মী অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন ক্রিকেট মাঠে এ অভিযান চালানো হয়।

হল ইউনিট সূত্রে জানা যায়, ক্রিকেট মাঠে পড়ে থাকা পরিত্যক্ত খাবারের প্যাকেট, পলিথিন, কাগজ’সহ সকল প্রকার অযাচিত আবর্জনা পরিষ্কার করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় তারা মাঠ থেকে ৬ বস্তার অধিক আবর্জনা অপসারণ করে। পরবর্তীতে সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করে পুড়িয়ে ফেলা হয়।

ছাত্রলীগ কর্মী ফাহিম ফয়সাল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সকল কাজের মাধ্যমে ইবি ছাত্রলীগের প্রতিটি ইউনিট গঠনমূলক কাজে এগিয়ে আসবে। আর এর মাধ্যমেই ইবি ছাত্রলীগ সারা বাংলাদেশে ছাত্রলীগের রোল মডেল হিসেবে কাজ করবে।

 এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ছাত্রলীগ বরাবরই সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে। আমাদের খেলার মাঠ যখন আবর্জনা পূর্ণ হয়ে বসা বা খেলার অনুপোযোগী তখন ইবি শাখা ছাত্রলীগের নির্দেশনায় লালন শাহ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি