ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী মিছিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

র‍্যাগিং বিরোধী মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী। সম্প্রতি সময়ে ইবি শিক্ষার্থীদের মনে র‍্যাগিং নামে যে আতঙ্ক বিরাজ করছে তা দূর করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ক্যাম্পেইনে নামে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ড থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্রলীগ নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ বিভিন্ন হল ও অনুষদের কয়েক শতাধিক নেতাকর্মী। 

মিছিল শেষে ছাত্রলীগের পক্ষ থেকে র‍্যাগিংবিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের বিরুদ্ধে সচেতন করা হয়।

এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এই বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে খুলতো আর বেশির ভাগ সময়েই বন্ধ থাকতো। ছাত্রদল ও শিবিরের লড়াইয়ে সবসময় আতঙ্কে থাকতো সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার পরিবেশ রক্ষার জন্য রাজপথে থেকেছে।

ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সকল আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নবীনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা পরিবেশ ভালো রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আমাদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি