ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি ছাত্রলীগের ৮ কর্মীকে বহিষ্কার

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ২২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার জরুরি সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের আট কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো। তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।

বহিষ্কৃত কর্মীরা হলেন জিয়াউর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। শেখ রাসেল হল শাখার ছাত্রলীগ কর্মী আশিক কুরাইশী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে শাখা ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর ২ জনসহ ৫ জন আহতের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী আকিবের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ছুড়িকাঘাতের অভিযোগ ওঠে।

এ বিষয়ে জিয়া হলের বহিষ্কৃত কর্মী শামীম রেজা বলেন, দলের ভাবমূর্তি রক্ষার্থে সংগঠন থেকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার প্রতি আমি শ্রদ্ধাশীল। তবে কোন তদন্ত কমিটি ছাড়া বা কারণ দর্শানো ছাড়া এমন একটি সিদ্ধান্তে আমি মনঃক্ষুণ্ণ। আমরা জড়িত কি-না সে বিষয়েও কোন বক্তব্য নেয়া হয়নি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে তদন্ত করেই ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে। তবে তাদের আবাসিকতার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তিনি আরও বলেন, শুধু কর্মী নয় যেকোনো নেতার বিরুদ্ধে অভিযোগ পেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি