ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি’তে আন্দোলনের পর শ্রেণিকক্ষ ফিরে পেলো ইসলামের ইতিহাস

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২০ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ক্লাসরুমের সুষ্ঠু বণ্টনের দাবিতে টানা দুদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক তালাবদ্ধ করে রাখার পর নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। 

রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষার্থীরা। 

ফলে নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ প্রায় এক ঘন্টা আটকে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের সভাপতির উপস্থিতিতে সমাধানে পৌঁছান তারা। 

এসময় বিভাগের সভাপতির আহ্বানে তালা খুলে দিয়ে বিভাগে চলে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গতকাল আন্দোলনের পর আশ্বাস দেয়া হয়েছিলো যে, আজকে সকাল ১১:০৫ মিনিটের মধ্যে বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরিয়ে দেয়া হবে। কিন্তু প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিকাল পর্যন্ত। তাই আমরা আজকে প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। এই সমস্যা বিভাগ কেন্দ্রিক নয়। এটা পুরো বিশ্ববিদ্যালয়ের সমস্যা। এরপরও যদি প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয় তবে আমরা পুরো বিশ্ববিদ্যালয় শাট ডাউন করতে বাধ্য হবো।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, উপ-উপাচার্য মহোদয়ের সাথে কথা বলে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রবীন্দ্র-নজরুল ভবনের পূর্বপার্শ্বে সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবে এবং আমরা পশ্চিম পাশের সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবো। 

তিনি আরও বলেন, আমাদের এখানে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের যে জিনিসপত্র রয়েছে তা আগামীকালের মধ্যে স্থানান্তর করা হবে এবং বিকেলের মধ্যেই আমাদের শ্রেণিকক্ষে জিনিসপত্র রাখবো।

এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং সুষ্ঠু সমাধানের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি