ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইবিতে উদ্যোক্তা প্রতিষ্ঠান `ইয়ং বাংলা`র কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

 

শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়ং বাংলা ইবি শাখার আয়োজনে স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার-২ এর কর্মশালা ও বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ভবনের সভা কক্ষে কর্মশালা ও বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

জানা যায়,সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানটি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী দেশের সরকারী-বেসরকারী প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ১০জন করে একেকটি দল বাছাই পর্বে অংশগ্রহণ করবে। বাছাই পর্ব শেষে চুড়ান্ত পর্বে ১০টি দল নির্বাচিত করা হবে। প্রতিটি দলকে দশ লক্ষ করে মোট এক কোটি টাকা অনুদান দিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন স্টুডেন্ট স্টার্টআপ প্রতিষ্ঠানটি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এ সময় তিনি বলেন,আমরা ডিজিটাল বাংলাদেশের পথ ধরে পৃথিবীর অন্যন্য সভ্য দেশের সঙ্গে একটি চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। এই চতুর্থ শিল্প বিপ্লব বর্তমান মানব সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্ব প্রযুক্তিগত ভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটাই চতুর্থ শিল্প বিপ্লব ঘটানোর সহায়ক হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ শিক্ষার্থী। যাদের দূর্ভাবনার অন্যতম প্রধান বিষয় হলো শিক্ষা শেষে চাকরি পাবো কিনা? সেই দিক মাথায় রেখে বর্তমানে বেশ কিছু উদ্যোক্তামুলক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসছে। যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের চিন্তায় আচ্ছন্ন রাখবে না। এর মাধ্যমে কেবল তাদের চাকরিই করা নয় বরং চাকরি দেয়াটাও সম্ভব হবে।
ইয়ং বাংলা ইবি শাখার ক্যাম্পাস অ্যাম্বাসেডর মারিয়া তানজিমের সঞ্চালনায় এবং তন্ময় সাহা টনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনোভেশন ডিজাইন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ একাডেমির সহযোগি ম্যানেজমেন্ট মো. আনিছুর রহমান, স্টুডেন্ট স্টার্ট আপ এর কো-অর্ডিন্টের আশিকুর রহমান রুপক, বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উম্মে সালমা লুনা, গণিত বিভাগের প্রভাষক শামিমা নাসরীন প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি