ইবিতে দিনব্যাপী টিচিং স্ট্র্যাটিজি শীর্ষক কর্মশালা
প্রকাশিত : ২১:১০, ২৭ মার্চ ২০১৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে টিচিং স্ট্র্যাটিজি ফর টারসিয়ারী এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসি’র সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে কর্মশালাটি শুরু হয়।
কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, তোমরা নতুন যোগদানকৃত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। তুমি তোমার ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে যে বিষয়ে পাঠদান করছো সেই বিষয়ে তোমাদের আগে থেকেই পর্যাপ্ত জানতে হবে। একজন ভালো শিক্ষকের সব থেকে বড় যোগ্যতা সে তাঁর শিক্ষার্থীর কাছে কঠিন বিষয়কে সহজভাবে তুলে ধরতে পারে।
তিনি নতুন শিক্ষকদের সবদিক থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, প্রযুক্তিবিহীন মানুষ মৃত মানুষের মতো। বর্তমান তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে অনেক বদলে দিয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপার্চায অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, শিক্ষকতা পেশায় তোমরা তোমাদের ক্যারিয়ার গঠনের শুরুতে রয়েছো। তাই শুরু থেকেই সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মূল্যবান সময়কে নষ্ঠ করা যাবে না। তোমরা দিনের শুরুতেই আছো সমস্ত দিন পড়ে আছে তোমার জন্য।
তিনি দিনব্যাপী কর্মশালায় উপস্থিত নতুন শিক্ষকদের উদ্দ্যোশে বলেন, ক্লাসরুমকে উপভোগ করো এবং ক্লাস রুমের উপযোগী করে নিজেদেরকে গড়ে তোলো।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, ভারতের পন্ডিত জহুরুলাল নেহেরু টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টি আর আর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট কবি, সমালোচক ও অনুবাদক ড. বিনা বিশ্বাস।
কেআই/
আরও পড়ুন