ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইবিতে ফোর্থ অর্ডার আর্বেটারিবিষয়ক সেমিনার

প্রকাশিত : ১৬:২২, ১৫ ডিসেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ফোর্থ অর্ডার আর্বেটারি টু-পয়েন্ট বাউন্ডারি ভেলু প্রবেলেম : এ ফিক্স পয়েন্ট থিওরি এপ্রোচ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান (২য় বিজ্ঞান) ভবনে বিভাগের ২৩২ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার আলীর  তত্ত্বাবধায়নে  ‘ডিফারেনটশিয়াল ইকুয়েশন বাই এপ্লাইন ফিক্স পয়েন্ট থিওরিমস’ বিষয়ের উপর পিএইচডি গবেষণা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবুল কাওসার, সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক সজীব আলী, সহকারী অধ্যাপক ড. নূরুল ইসলাম প্রমুখ।

গবেষক সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, আমার গবেষণার ফলাফল ডিফারেনটশিয়াল ইকুয়েশন সমাধানের অস্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি