ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইবিতে মনকবি মিউজিকের দুটি গানের দৃশ্যায়ন

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১৪ মার্চ ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে মনকবি মিউজিকের দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় লেক, বঙ্গবন্ধু হল পুকুর পাড়সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গান দুটির দৃশ্যায়ন করা হয়। 

বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া এর অধিনায়ক (পুলিশ সুপার) এবং মনকবি মিউজিকের রূপকার, গীতিকার, কবি ও লেখক জয়নুল আবেদীন রাজু জানিয়েছেন। 

জানা গেছে, মনকবি মিউজিকের ‘ঝরছে ফুল যাচ্ছে ফাগুন’ ও ‘কত কথা নিত্য আমি বলি’ শিরোনামে দুটি গানের দৃশ্যায়ন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়াতে মনকবি মিউজিকের আরো আটটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানগুলোর গীতিকার কবি ও লেখক জয়নুল আবেদীন রাজু। সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী এস আলী সোহেল।

প্রসঙ্গত, গীতিকার জয়নুল আবেদীন রাজু ইসলামী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া এর অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে কর্মরত রয়েছেন। অবসর সময়ে তিনি কবিতা, গান ও প্রবন্ধ লিখে সময় কাটান। এপর্যন্ত তিনি ১শত ৯০টি গান লিখেছেন। তার লেখা চারটি কব্যগ্রন্থ এবং ‘আত্মশুদ্ধি অপরাধ দমন’ নামে একটি গবেষণা প্রকাশ পেয়েছে। এবছর বই মেলায় তার লেখা ‘বঙ্গবন্ধু ও গল্পে বাস প্রবন্ধ’ নামে একটি বই প্রকাশিত হবে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি