ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ৩০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে ১ দিন (সোমবার) অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে ‘উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন বলেও উল্লেখ করা হয়।

জানা যায়, প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনা এবং এ দিনে পরীক্ষাসমূহ না গ্রহণের জন্যও শিক্ষকদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচএম আলি হাসান বলেন, পরবর্তী সোমবার বিশ্ববিদ্যালয় স্ব স্ব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহ থেকে এটা কার্যকর হতে পারে। সোমবার সকল পরীক্ষা স্থগিত থাকবে তবে অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে আগামীকাল সোমবারের পূর্ব ঘোষিত পরীক্ষা বাতিল হবে না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি