ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ১৮ নভেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সম্মিলিত 'ডি' ইউনিটের ফল প্রকাশ হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৬টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল। এতে পাশের হার প্রায় ২০ শতাংশ। 

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এবছর 'ডি' ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১ 'শ ৫২ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় পাশের হার প্রায় ২০ শতাংশ। 

উপাচার্যের নিকট ফলাফল হস্তান্তরের সময় ইউনিট সমন্বয়কারী ছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ ও সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমূখ। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি