ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ইবি’র রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাকিব, সম্পাদক প্রান্ত

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের তাসনিমুল হাসান প্রান্ত নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোট গ্রহণ চলে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. শেলিনা নাসরিন। 

ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান (উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত) ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান।

এছাড়াও বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগসহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায়সেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তারিক সাইমুম (দৈনিক দেশের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান (ডেইলি সান), দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন (দৈনিক তৃতীয় মাত্রা), কোষাধ্যক্ষ শাহীন আলম (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাথিয়া ঐশী (দৈনিক নাগরিক ভাবনা), ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান (দৈনিক বাংলা পত্রিকা)। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ, সামি আল সাদ আওন, যায়ীদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মং ক্যচিং মারমা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি