ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইমনের নায়িকা শিরিন শিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়। এই ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা শিরিন শিলা।

তবে এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করার কথা ছিল নবাগতা নায়িকা সানাইয়ের। এখন তার পরিবর্তে এই ছবিতে যুক্ত হলেন শিরিন শিলা।

পুরোপুরি বাণিজ্যিক ধারার গল্পের ছবি ‘সাহসী যোদ্ধা’। এখানে ইমনকে একদম ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। একজন ইনকাম ট্যাক্স অফিসারের লুকে হাজির হতে যাচ্ছেন এ ছবিতে।

অন্যদিকে এই ছবিতে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন চিত্রনায়ক আমিন খান। এছাড়াও চিত্রনায়িকা পপিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।

ছবিটি নিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘ভালো একটি গল্পের ছবিতে কাজ করতে যাচ্ছি। ‘সাহসী যোদ্ধা’ সময়োপযোগী একটি আধুনিক সিনেমা হবে বলে আমার বিশ্বাস।’

কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। ছবির শুটিং শুরু হবে আগামী ৮ মার্চ। ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি