ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পিটিআই’র বিক্ষোভ

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১৪:৩০, ৬ আগস্ট ২০২৩

গ্রেফতারের আগে ধারণ করা ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যেই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে পিটিআইয়ের কমী-সমর্থকরা। আটক হয়েছে অনেকেই। এদিকে, ইমরান খানকে গ্রেফতার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। 

গেল তিন মাসে এ নিয়ে দুবার গ্রেফতার হলেন ইমরান খান। তবে, এবারই প্রথম কোনো মামলায় রায়ের পর গ্রেফতার হলেন তিনি।

গ্রেফতার হওয়ার আগে এক ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের ঘরে বসে না থেকে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের নির্দেশ দেন ইমরান খান। 

এদিকে, ইমরানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করছে পিটিআইয়ের কমী-সমর্থকরা। এসময় বহু কর্মীকে করাচি থেকে আটক করেছে পুলিশ।  

ইমরানের দল পিটিআই জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে। 

অপরদিকে দেশটির সরকার বলছে, ইমরানকে গ্রেফতারের সঙ্গে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কোনো সম্পর্ক  নেই। আইনিভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়েছে। 

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে, ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দেশটির অভ্যন্তরীণ বিষয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি