ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইমরান খানের তোশাখানা মামলায় নতুন করে তদন্ত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৭ মে ২০২৪ | আপডেট: ১৭:৫৪, ১১ মে ২০২৪

পাকিস্তানের আলোচিত তোশাখানার মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এজন্য তারা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তলবের নোটিশ জারি করেছে।

এআরওয়াই নিউজ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে এনএবি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ডেপুটি সুপারিনটেনডেন্টকে চিঠি পাঠিয়ে তদন্তের জন্য তাদের উপস্থিতির অনুরোধ করেছেন। তোশাখানার মামলাটিতে গত ৩১ জানুয়ারি ইমরান ও বুশরাকে ১৪ বছর করে কারাদেণ্ড দেয় পাকিস্তানের আদালত। রায়ে তাদের দুজনকে পাকিস্তানের সরকারি পদে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেন বিচারক মুহম্মদ বশির। তাদের ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানাও করেন।

এই রায়ের আগে ইমরান খান ও তার প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশীকে সাইফার মামলায় ১০ বছর করে সাজা দেওয়া হয়। এছাড়া ইদ্দত সময়কালে তাদের বিয়ে সম্পর্কিত একটি মামলায় তাদের সাত বছরে করে কারাদণ্ড দেওয়া হয়। তবে গত ১ এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করে। এই রায়ের পরে পিটিআইয়ের অনেক নেতা তোশাখানার মামলার অভিযোগ অস্বীকার করে ইমরান খানের সমর্থনে দাঁড়িয়ে যান। তোশাখানা মামলার সঙ্গে সামরিক বাহিনীর সম্পৃক্ততার যে অভিযোগ তোলেন ইমরান খান, সেটি অস্বী করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ইমরানের অভিযোগ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি