ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইমরান খানের প্রাক্তন স্ত্রী’র বিরুদ্ধে ওয়াসিম আকরামের নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৮ জুন ২০১৮

ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ওয়াসিম আকরাম। সম্প্রতি আত্মজীবনী লিখেছেন রেহাম। মুক্তির আগেই সেই বই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রকাশিত হতে যাওয়া সেই বইয়ে নাকি রীতিমতো বোমা ফাটিয়েছেন ইমরানের প্রাক্তন স্ত্রী। সেই বইয়ে রেহাম আপত্তিকর কিছু মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। আর তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বইয়ের পাণ্ডুলিপি ইন্টারনেটে প্রকাশ পেতেই রেহামের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন অনেকে। সেই তালিকায় রয়েছেন ওয়াসিম আকরামও।

আত্মজীবনীতে রেহাম জানিয়েছেন, অল্পবয়সি মেয়েদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন ইমরান খান। শুধু তাই নয়, ইমরানের সঙ্গী ওয়াসিম আকরামকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। প্রাক্তন বাঁ-হাতি পেসারকে মহিলাবাজ বলে উল্লেখ করেছেন রেহাম।

ইমরানের সব যৌনকাহিনী জানতেন আকরাম এমনটাই তার অভিযোগ। শুধু তাই নয়, এসবে আকরামেরও মদত ছিল বলে উল্লেখ করেছেন তিনি। আকরামের বিরুদ্ধে রেহাম লিখেছেন, আকরামের সামনেই অন্য পুরুষ তার বউয়ের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হয়েছিল। এই উক্তির বিরুদ্ধে ৩০ মে আইনি নোটিশ পাঠিয়েছেন আকরাম।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পাণ্ডুলিপিতে আরও উল্লেখ রয়েছে, মহিলাদের গর্ভবতী করে তাদেরকে জোর করে গর্ভপাত করিয়েছেন ইমরান। এখানেই শেষ নয়, বইতে রেহাম খান অভিযোগ করে লিখেছেন, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ইমরানের। পাকিস্তানি সাংবাদিক অনিলা খোয়াজার সঙ্গেও ইমরানের সম্পর্ক ছিল বলে অভিযোগ এনেছেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি