ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইমরুল-সাকিবের পদাঙ্ক অনুসরণ করলো মুশফিকও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৮ অক্টোবর ২০১৭

ইমরুল-সাকিব ইমরান তাহিরের ঘূর্ণিতে দ্রুতই ফিরেছেন। এরপর ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম। ৬০ রান করে প্রেটোরিয়াসের বলে শর্ট আউটসাইড অফে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন সাব্বির রহমান। তিনি ৮ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১১ রানে অপরাজিত আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪.৫  ওভার ৮ উইকেটে ২৩৭ রান।

এর আগে দুই ওপেনার ভালো শুরু করলেও, দ্রুতই ফিরেন তামিম ইকবাল।

তারপর উইকেটে আসা লিটন দাসও বেশি সময় সঙ্গ দিতে পারেননি ইমরুল কায়েসকে। এরপর দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান টপকে যাবার দায়িত্ব কাঁধে তুলে নেন ইমরুল ও মুশফিক।

ইমরুল তার ক্যারিয়ারের চৌদ্দতম হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর ৬১ বলে মুশফিকও তার ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন। মুশফিকের হাফসেঞ্চুরি পূরণ হওয়ার পরের বলেই ইমরান তাহিরের বলে এক্সট্রা কাভারে ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ইমরুল। মনে হচ্ছিল যেন, তিনি মাঠে থেকেই মুশফিকের হাফসেঞ্চুরি দেখার জন্যই ছিলেন!

এরপর বেশিক্ষণ টিকতে পারেনি সাকিব আল হাসানও। মাত্র ৫ রান করে ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইনিংসের শুরুতে ইমরুল কায়েসকে সাথে নিয়ে দেখেশুনে ভালোই খেলে যাচ্ছিলেন তামিম। করেছিলেন ৪৪ রানের একটি জুটি। তবে নিজে ২৩ রান করেই ফিরতে হয়েছে সাজঘরে। এরপর ১৪ রান করে সাজঘরে ফিরেছেন লিটনও।

এর আগে ভিলিয়ার্সের ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি