ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইমরুল-সৌম্যের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:০৮, ২৬ অক্টোবর ২০১৮

ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান লিটন। পরে ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ১৬ ওভার শেষে ১০৭ রান সংগ্রহ করেছে এক উইকেট হারিয়ে।

ইমরুল কায়েস ব্যাট করছেন ৬০ রানে আর সৌম্য সরকার ৪৩ রানে। ইমরুল কায়েস ৫১ বলে ৬০ ও ৪৪ বলে ৪৩ রানে ব্যাট করছেন।

এর আগে জিম্বাবুয়ের নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি