ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত ১শ

প্রকাশিত : ১৩:৪২, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪২, ২৫ নভেম্বর ২০১৬

ইরাকের হিলা শহরে একটি পেট্রোল পাম্পে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত একশ’ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ইরানের নাগরিক। কারবালায় শিয়াদের অন্যতম ধর্মীয় উৎসব আরবাইনে অংশ নিয়ে বাড়ি ফিরছিলো তারা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। ইরাকের পবিত্র শহর কারবালায় অন্যতম ধর্মীয় উৎসব আরবাইনে অংশ নিয়ে বাড়ি ফিরছিলো শিয়া সম্প্রদায়ের মানুষ। রাজধানী বাগদাদের একশ’ কিলোমিটার দূরে হিলা শহরে আত্মঘাতি গাড়ি বোমা হামলা কেড়ে নেয় তাদের অনেকের প্রাণ। ওই শহরের পেট্রোল পাম্পের পাশে একটি জনপ্রিয় রেস্টুরেন্টের কাছে বিস্ফোরক ভর্তি ট্রাক দাঁড় করানো ছিলো। পূণ্যার্থীদের বহনকারী গাড়ি রেস্টুরেন্টে পৌঁছালে, সেটির বিস্ফোরণ ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে যায় পেট্রোল পাম্প। আগুন ধরে যায় পূণ্যার্থীদের ৫টি বাসে। নিহতদের বেশিরভাগই ইরানের নাগরিক। হামলার পর আমাক নিউজ এজেন্সিতে দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। তাদের দাবি, হামলায় নিহত হয়েছে অন্তত দু’শ জন। চলতি বছর শিয়া মুসলিমদের লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে আইএস। এসব হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি