ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইরাকে জোড়া হামলা, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৬ নভেম্বর ২০১৭

ইরাকের কিরকুকে আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আটলাস স্ট্রিটে অবস্থিত ইরান সমর্থিত পপুলার মোবালাইজেশন বাহিনীর দফতরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

পপুলার মোবালাইজেশন বাহিনী শিয়া সমর্থিত একটি আদা সামরিক বাহিনী, যারা ২০১৪ সাল থেকে ইরাকি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। কুর্দিদের কাছ থেকে গতমাসে এলাকাটি উদ্ধার করার পর এটাই বড় ধরণের হামলা।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর বিতর্কিত গণভোটে কুর্দিস্তানের স্থানীয় সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিবাদ শুরু হয়। গণভোটের পর ইরাকের কেন্দ্রীয় সরকার জানায়, এর পরিণতি ভাল হবে না।

২০১৪ সালে এলাকাটি আইএসের কঠোর প্রতিরোধের মুখে হারায় ইরাক। এসময় পেশমার্জ বাহিনী এটি দখল করে নেয় । তবে সম্প্রতি ইরাক আবারও এলাকাটি পুনরুদ্ধার করে।

এমজে/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি