ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ইরানে বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২১ আগস্ট ২০২৪

ইরাকে যাওয়ার পথে ইরানে বাস দুর্ঘটনায় ২৮ পাকিস্তানি মুসল্লী নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘পাকিস্তানি মুসুল্লীদের  বহনকারী বাসটি মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশের দেহশির-টাফ্ট চেক পয়েন্টে উল্টে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।’

দুর্ঘটনায় নিহত হয়েছে ২৮ জন এবং আহত হয়েছে ২৩ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি