ইরানে সহিংসতার পেছনে সিআইএ এজেন্ট
প্রকাশিত : ১৩:২১, ৫ জানুয়ারি ২০১৮
ইরানে গত সাতদিন ধরে চলা সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক এজেন্ট কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর সৌদি-আরবের সহায়তায় ওই সিআইএ সদস্য দেশটিতে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেন দেশটির প্রধান প্রসিকিউটর মুহাম্মদ জাফর মনতাজেরি।
গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, মুহাম্মদ জাফর মনতাজেরি অভিযোগ আনেন, সিআইএ গত চার বছর ধরে দেশটিতে উত্তেজনা তৈরির ষড়যন্ত্র করে আসছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় ওই সদস্য দেশটিতে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তবে ওই সিআইএ এজেন্টকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ইরানে সহিংসতার পেছনে ওই সিআইএ সদস্যকে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্থসহ সবধরনের সহায়তার জন্য পার্শ্ববর্তী দেশ সৌদি-আরবকে অভিযুক্ত করেছে দেশটি।
এদিকে ইরানের সহিংসতায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ২২ বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া সহিংসতা চলাকালে সরকার বিরোধী ৪৫০ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে নামে কয়েকশো কর্মী। এর দেশটির বেশকয়েকটি শহরে ৪২ হাজার মানুষ আন্দোলনে শরিক হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরানে হতাহতের ঘটনায় দেশটি ইরানকে দায়ী করার অধিকার রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেদার নাউরেট বলেন, আমরা ইরানে বিক্ষোভকারীদের উপর হামলা ও আটকের ঘটনায় নিন্দা জানাচ্ছি। তাই বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করায় ইরানকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কতৃত্ব আমাদের আছে।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন