ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিতে বলেছিলেন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১ জুন ২০১৮

ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এবার বোমা ফাটালেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন বলে নিশ্চিত করেন তিনি।

২০১১ সালে ১৫ দিনের মধ্যে ইরানের হামলা চালানোর সব রকম প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কেশেত টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘উভদা’য় তিনি বলেছেন, ইরানের হামলার জন্য এ নির্দেশ কোনো সামরিক মহড়া ছিল না।

তামির পারদো ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোসাদের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। টেলিভিশন অনুষ্ঠানে তামির পারদো বলেন, ‘যখন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষণ-গণনার প্রক্রিয়া শুরু করতে বলবেন, তখন আপনাকে ভাবতে হবে যে, তিনি আপনার সঙ্গে নিছক মজা করছেন না। এসব বিষয়ের সাংঘাতিক অর্থ রয়েছে।’

সূত্র: ওয়াশিংটন পোস্ট
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি