ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ইরানে হামলার ইসরায়েল-মার্কিন গোপন নথি ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২০ অক্টোবর ২০২৪

ইরানে কীভাবে হামলা চালাতে পারে ইসরায়েল তা নিয়ে পরিকল্পনা সাজিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন একটি সংস্থা। তবে অতি গোপনীয় এই নথি ফাঁস হয়ে গেছে। 

জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এনিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএন বলছে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এমন একজন ব্যক্তি নথি ফাঁসের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের।

প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে ১৫ এবং ১৬ অক্টোবর তারিখ ছিল। বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পরে। 

নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার 'ফাইভ আইস' মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ফাইভ আইস জোট হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 

একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে। 

অতিগোপনীয় গোয়েন্দা নথি ফাঁসের পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পাশাপাশি পেন্টাগন ও  গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকাজ শুরু করতে পারে। 

উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টির অধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি