ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইরানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১ ডিসেম্বর ২০১৭

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। কেরমানের উত্তর-পূর্বে ৩৬ মাইল দূরে এই কম্পনের উৎসস্থল বলে জানা গেছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসেই এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ইরানের বহু মানুষ। গত ১২ নভেম্বর ৭.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের। আহত হন কয়েক হাজার। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া গিয়েছিল।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি