ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইরানের ক্লাবকে হারাল রোনালদোর আল নাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পর্সেপোলিসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের।

ইরানের আজাদী স্টেডিয়ামে সৌদির ক্লাটিকে শুরুতে ভালোভাবেই আটকে রেখেছিল পর্সেপোলিস। নাসেরের আক্রমণ ভালোভাবে সামাল দেয়ার সাথে সাথে প্রতি আক্রমণেও যায় ক্লবটি। 

তবে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর ডেডলক ভাঙে আল নাসের, সেটাও স্বাগতিক ডিফেন্ডারের ভুলে।

ডি বক্সে বল ক্লিয়ায় করতে গিয়ে নিজেদের ডালেই জড়িয়ে ফেলে পর্সেপোলিস। 

ম্যাচের ৭২ মিনিটে আল নাসেরের (২-০) জয় নিশ্চিত করেন ডিফেন্ডার মোহাম্মদ কাসেম।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি