ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ১৯ মে ২০২৪ | আপডেট: ২২:১৯, ১৯ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কারণে রাইসির হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে।

তবে রাইসি নিরাপদে আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান কর্তৃপক্ষ। 

ইরানের সরকারী বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হেলিকপ্টারটিকে খুঁজতে সামরিক বাহিনী ও বিভিন্ন উদ্ধারকারী দল তল্লাশি শুরু করলে বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে সময় লাগতে পারে। 

পূর্ব আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধনের পর ইরানের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন রাইসি। 

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ওই হেলিকপ্টারটিতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম।

তেহরান জানায়, প্রেসিডেন্টের বহরের ৩টি হেলিকপ্টারের মধ্যে বাকি দুটি নিরাপদে ফিরেছে। জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাসকে বহনকারী দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে।

এরই মধ্যে ইরানের মন্ত্রসভার সদস্যরা তাবরিজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি