ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করব: চীন

প্রকাশিত : ০৮:৪৭, ১৫ জুন ২০১৯ | আপডেট: ০৯:৫৮, ১৫ জুন ২০১৯

বিশ্ব পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীন  দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট জিনপিং একথা বলেন।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়ার নিন্দা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে। 

বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু দুই দেশ নয় বরং সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে। ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক চুক্তি ও আইন লঙ্ঘনের জন্য তিনি আমেরিকার নিন্দা জানান।

তিনি বলেন, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়াসহ সারা বিশ্বের ওপর আধিপ্যত কায়েম করতে চায়। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে ইরান মৌলিক ভূমিকা পালনে প্রস্তুত বলেও প্রেসিডেন্ট রুহানি জানান।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি