ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ৭ জানুয়ারি ২০১৮

সরকারবিরোধী বিক্ষোভকে উসকানি দেওয়ার অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ২৮ ডিসেম্বর দেশের পশ্চিমাঞ্চলীয় বুশেহর শহরে আহমেদিনেজাদের দেওয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

আহমদিনেজাদ তার ওই বক্তব্যে বলেন, “ইরানে চলছে অব্যবস্থাপনার মধ্য দিয়ে। প্রেসিডেন্ট হাসান রুহানির বিশ্বাস যে তিনি দেশটাকে কিনে নিয়েছেন। আর জনগণ বাস করছে একটা মুর্খ সমাজে।”

এই বক্তব্যের কারণেই আহমদিনেজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আহমদিনেজাদের ওই বক্তব্যদানের একই সময়ে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং দেশের অতিমাত্রায় পররাষ্ট্রনীতি নির্ভর ভূমিকার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে দেশটির বিভিন্ন শহরে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেপ্তার হয়েছেন।

উল্লেখ যে, আহমদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের ৬ষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়ত্বি পালন করেন

 

সূত্র: দ্যা টাইমস অব ইসরাইল ও আল কুসদ-আল আরাবি


এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি