ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ইলন মাস্ক-জাকারবার্গের মল্লযুদ্ধ নিয়ে তোলপাড় টেক দুনিয়া

দুলি মল্লিক

প্রকাশিত : ১০:৪৫, ১৭ আগস্ট ২০২৩

ইলনমাস্ক ও মার্ক জাকারবার্গের কেইজ ফাইট নিয়ে তোলপাড় টেক দুনিয়া। ভার্চুয়াল জগতে নয় বাস্তবেই বদ্ধ একটি খাঁচার ভেতরে লড়বেন দুই ধনকুবের। প্রস্তুতি তুঙ্গে, নির্ধারণ হয়েছে স্থানও। ইতালির রোমে ঐতিহাসিক গ্লাডিয়েটরদের যুদ্ধের ময়দান - কলোসিয়ামে হবে তাদের মল্লযুদ্ধ। যা সরাসরি লাইভ সম্প্রচার করবে মেটা ও এক্স। 

মাস্ক ভার্সেস জাকারবার্গ কিংবা এক্স ভার্সেস থ্রেডস- কে কাকে টেক্কা দেবে? লড়াইয়ের শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই।  

অনেকেই ভেবেছিলেন জল বেশিদূর গড়াবে না। তবে শেষ পর্যন্ত লড়াই আর ভার্চুয়াল প্লাটফর্মে সীমাবদ্ধ থাকেনি। গড়াচ্ছে বাস্তবের পৃথিবীতে।   

টুইটার বা এক্স’র মালিক ইলন মাস্ক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মধ্যে কটাক্ষের পাল্টাপাল্টি চলছিল অনেক দিন ধরেই। গেল জুনে এক্সকে টেক্কা দিতে জাকারবার্গ থ্রেডস আনার প্রস্তুতি নিলে খেপে যান মাস্ক। সশরীরে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়েন।  

এরই ধারাবাহিকতায় মল্লযুদ্ধের প্রস্তুতি। জাপানি মার্শাল আর্টে নিজেকে শানিয়ে নিচ্ছেন ৩৯ বছর বয়সী জাকারবার্গ। অন্যদিকে ৫২ বছর বয়সী মাস্ক শিখছেন প্রতিপক্ষকে ঘায়েলের নানা কসরত।    

লড়াইয়ের স্থান নির্ধারণ নিয়েও চলে নানা জল্পনা। প্রথমে লাস ভেগাসে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ইতালির ঐতিহাসিক কলোসিয়ামকে বেছে নেন মাস্ক ও জাকারবার্গ।

প্রস্তুতি তুঙ্গে থাকলেও এখনও নির্ধারণ হয়নি দিনক্ষণ। তবে অনেকেই বলছেন, চলতি মাসেই হয়তো বদ্ধ খাঁচার মঞ্চে দেখা যাবে দুই বিলিওনিয়ারকে। 

ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামী ম্যাচ হতে যাচ্ছে এটি। টিকিট কেটে দেখার সুযোগ তো থাকছেই। লাইভ স্ট্রিমিংও চলবে- এক্স আর মেটার প্লাটফর্মে। আর এখান থেকে আসা অর্থ ব্যয় হবে সমাজসেবায়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি