ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে পহেলা বৈশাখ সামনে রেখে চলছে নৈরাজ্য

প্রকাশিত : ০৯:৪৯, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩৭, ১১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ সামনে রেখে এক ধরনের নৈরাজ্য চলছে ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে রমরমা বাণিজ্য। মজুদ ঠিকঠাক থাকলেও, দাম এতোটাই চড়া যে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। বৈশাখি উৎসব পালনের সঙ্গে পান্তা-ইলিশের সর্ম্পক আদৌ আছে কিনা, তা নিয়ে নানা মত থাকলেও, এই পান্তা-ইলিশই অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে, ভোজন রসিক বাঙ্গালির কাছে। সারা বছর যেমন-তেমন, বৈশাখ এলেই দামের কারণে চিরচেনা ইলিশই যেন হয়ে উঠে, সোনার হরিণ। বলতে গেলে, সাধ আর সাধ্যের ব্যবধানের সূচক বেড়ে যায়, অনেকখানি। খোদ চাঁদপুরের আড়তগুলোতেও এখন সেই দৃশ্য। তবে বৈশাখের চাহিদা মেটাতে, মজুতকৃত ইলিশ সরবরাহে কোন বাঁধা নেই বলে জানালেন, জেলা মৎস্য কর্মকর্তা। সব রকমের নিষেধাজ্ঞা শিথিল করে, ইলিশের চাহিদা মেটাতে প্রশাসনের নির্দেশনা থাকলেও, বাস্তবে তার কোন নজির মেলে না, বাজারে। তবে এজন্যে মৌসুমি ইলিশ ব্যবসায়ীদের অনেকখানি দায়ি করে, এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি