ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসমাত আরা সাদেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২১ জানুয়ারি ২০২১ | আপডেট: ০৯:১২, ২১ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

যশোর-৬ (কেশবপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

ইসমাত আরা সাদেক আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের ১৫ জানুয়ারি থেকে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে তার আত্মার মাগফিরাতের জন্য কেশবপুর শহরের বাসভবন ও বড়েঙ্গা গ্রামের বাড়িতে কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি