ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইসরাইলকে আরও ১শ’ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৫ মে ২০২৪ | আপডেট: ০৯:৪৯, ১৫ মে ২০২৪

বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরাইলকে ১শ’ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অস্ত্র সরবরাহের ব্যাপারে বাইডেন কংগ্রেসের অনুমোদন চেয়েছেন বলে বলা হয়েছে। 

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরাইলি অস্ত্রভান্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেয়া হচ্ছে। সবকিছু ইসরাইলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে বলেও জানানো হয়েছে। 

এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড বলেছে, রাফাহর পূর্বাঞ্চলীয় আল-সালাম এলাকায় ইয়াসিন-১শ’ ৫ রকেট দিয়ে ইসরায়েলি সেনাবাহীর একটি রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু নিহত এবং অন্যরা আহত হয়েছেন। 

এ বিষয়ে ইসরায়েলের পক্ষে কোনো বিবৃতি আসেনি। 

টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। 

সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের নিরলস আগ্রাসনে অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি