ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির আলোচনা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ৩১ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মিসরের কায়রোতে আজ রোববার ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা হবে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মিসরের আল-কাহেরা নিউজ টিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার এক প্রতিবেদেন জানানো হয়েচে, আগামীকাল (রোববার) কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হবে।

শনিবার হারেৎজ ইসরায়েলের একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আলোচনা অচলাবস্থায় রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, হামাস সমস্ত উত্তর গাজাবাসীকে তাদের আগের বাসস্থানে ফিরে আসার অনুমতি দেওয়ার এবং যুদ্ধ শেষ করাসহ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দাবি করেছে। তারা জিম্মি মুক্তির শর্তে নমনীয়তা দেখাতে অস্বীকার করেছে।

ইসরায়েল এই দুটি দাবিই প্রত্যাখ্যান করেছে। সোমবার হামাস দোহায় ইসরায়েল, মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রত্যাখ্যান করেছে। এর ফলে জেরুজালেম তার আলোচক দলের বেশিরভাগকে প্রত্যাহার করে নেয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি