ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিনিধিদের উত্তপ্ত বাক্য বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ১৬ মে ২০১৮

গাজা সহিংসতা নিয়ে জাতিসংঘে, ইজরায়েল ও ফিলিস্তিন প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন। 

তবে তেলআবিব বলছে, গাজায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে হামাস। এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে আবারো ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে।  

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকা। ক্ষোভের আগুন পৌছেছে জাতিসংঘেও।    

এক বৈঠকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন।

ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে বারবার হত্যাকান্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন ফিলিস্তিন প্রতিনিধিরা।

তবে ফিলিস্তিনিদের অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব। গাজায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে হামাস মন্তব্য করে অসংখ্য মানুষ জিম্মি করে রাখারও দাবি তাদের।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে ফোনালাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল তার নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেবে না।

যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবার ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলী বাহিনীর গুলিতে প্রান হারায় ৫৯ জন। আহত হয় প্রায় তিন হাজার মানুষ।

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি