ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব
প্রকাশিত : ১৯:১৪, ২২ মে ২০১৭
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার তেল আবিবে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্ভাব্য সব দিক নিয়ে আলোচনা করবেন তিনি। এর মাধ্যমে আগামীতে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এ সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগামীকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।
আরও পড়ুন