ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ইসরায়েল থেকে অস্ত্র কেনা স্থগিত রেখেছে আরব আমিরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৪ মার্চ ২০২৩

ইসরায়েল থেকে অস্ত্র কেনা স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচণ্ড রাজনৈতিক সংকটের মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নেতানিয়াহুর উগ্র জোট সরকারের দুই মন্ত্রী ফিলিস্তিনবিরোধী যেসব চরম মন্তব্য করেছেন, সেগুলোকেও ভালোভাব নেয়নি আমিরাত সরকার।

বলা হচ্ছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজেই এই অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি জানান, নেতানিয়াহু তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে না তার সরকার। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি