ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় সব কিছু করা হবে: ট্রাম্প
প্রকাশিত : ১৯:৪৩, ২৩ মে ২০১৭
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সব কিছু করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে বেথেলহেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বলেন, দু’দেশের মধ্যে শান্তি চুক্তি অন্য যেকোনো চুক্তির চেয়ে কঠিন। তবে এ চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ট্রাম্প। এ ব্যাপারে মাহমুদ আব্বাস সহযোগিতা করবেন বলেও জানান তিনি। এর আগে, ইসরায়েল সফরে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করায় জোর দিলেও ফিলিস্তিনের ব্যাপারে নীতিগত পরিবর্তন নিয়ে নিরব ছিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সফরের প্রতিবাদে পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা।
আরও পড়ুন