ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশ বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২ অক্টোবর ২০২৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন মিত্রের ‘সম্পূর্ণ সমর্থনকারী’ হিসাবে ভবিষ্যতে যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান। বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্রকে ‘পরাজিত এবং অকার্যকর’  হিসাবে বর্ণনা করেছেন।  

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আক্রমণটি পরাজিত এবং অকার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। এটি ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রমাণ’।

এর আগে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গুলি করে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন জো বাইডেন।  

মঙ্গলবার রাতে আল জাজিরা জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে বাইডেনের বিবৃতিতে এ নির্দেশ জারি করা হয়। 

এছাড়া সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাইডেন আরো বলেন, ‘এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে বেশির ভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

গত ৭ অক্টোবর ইসরাইলি সীমান্ত পেরিয়ে হামলা করে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। টানা ১১ মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এরমধ্যে লেবাননে বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শুক্রবার বৈরুতে প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। বারংবার হুঁশিয়ারির পর অবশেষে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালালো ইরান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি