ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ
প্রকাশিত : ১২:৪৯, ১ এপ্রিল ২০২৫

ইসরায়েলের অতি-ডানপন্থি সরকারের অভ্যন্তরীণ বিভাজন এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই নিজের পদ ছাড়লেন তিনি। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক উত্তেজনাপূর্ণ মোড় তৈরি করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ভেতরে গত কয়েক মাসে একাধিক সংকট তৈরি হয়েছে, আর স্মোট্রিচের পদত্যাগ তারই একটি বড় অংশ হিসেবে দেখা যাচ্ছে।
স্মোট্রিচের পদত্যাগের পর, তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিরে আসবেন এবং তার নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিজম পার্টির একজন আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে, এই পদত্যাগের পেছনে একটি গুরুতর রাজনৈতিক বিরোধ রয়েছে—জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে তার তিক্ত সম্পর্ক এবং নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়টি অন্যতম।
এই পদত্যাগ ইসরায়েলের অতি-ডানপন্থি জোটের মধ্যে একটি গভীর রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। স্মোট্রিচ এবং তার পার্টি, রিলিজিয়াস জায়োনিজম, নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। বেন-গভির এবং স্মোট্রিচের মধ্যে উত্তেজনার ফলে এখন পুরো জোটে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
এটি শুধুমাত্র একটি পদত্যাগের ঘটনা নয়; বরং এটি দেশটির অতি-ডানপন্থি রাজনৈতিক ব্যবস্থার ক্রমবর্ধমান অস্থিরতার প্রতিফলন। সামনে হয়তো আরও বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে ইসরায়েল, যদি এই অভ্যন্তরীণ বিভাজন অব্যাহত থাকে।
এমবি//
আরও পড়ুন