ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা স্ত্রীসহ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। 

রোববার সকালে এক হামাস কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন।

তবে এ নিয়ে তাৎক্ষনিকভাবে ইসরায়েলি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তবে, হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের সাতই অক্টোবর হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নিশ্চিহ্ন করতে অভিযান শুরু করে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওইদিন থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৯,৫০০এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে ঘরবাড়ি ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি