ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ পাঁচজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১৬ অক্টোবর ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিতে ‘ভয়ানক’ বর্ণনা করে বলেছেন শহরটিতে কমপক্ষে নয়বার সহিংস বিমান হামলা হয়েছে হয়েছে ত্রিশ মিনিটের মধ্যে।

ওই প্রত্যক্ষদর্শী শহরটির একজন স্থানীয় ব্যক্তি। তিনি বলেন একটি হামলা হয়েছে সরাসরি নাবাতিয়েহ শহরের মিউনিসিপালিটি ভবনে। শহরের মেয়র সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে সভায় অংশ নিচ্ছিলেন।

শহরটির ওই অধিবাসী বলছেন তিনি ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন, যেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছিলো। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার খবর নিশ্চিত করেছে। তারা প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নাবাতিয়েহ শহরে হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে হেজবুল্লাহর কয়েক ডজন স্থাপনায় ডজনেরও বেশি হামলা হয়েছে এবং হেজবুল্লাহ ব্যবহার করতো এমন ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

“যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে আছে সন্ত্রাসীদের অবকাঠামো এলাকা, হেজবুল্লাহ সেন্টার ও অস্ত্র মজুত রাখার জায়গা। এসব জায়গায় বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে”।

এদিকে নাবাতিয়েহ শহরে হামলার নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তার অফিস থেকে বলা হয়েছে যে ইচ্ছে করেই মিউনিসিপাল কাউন্সিলের বৈঠককে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি