ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলিদের ওপর কানাডার নিষেধাজ্ঞা আরোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৭ মে ২০২৪

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা।

বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

কানাডা পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এই ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।’

নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সাথে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুরূপ ব্যবস্থা নিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি