ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলী সেনাবাহিনী ও হামাস জাতিসংঘের কালো তালিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১২ জুন ২০২৪

Ekushey Television Ltd.

শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলের সেনাবাহিনী এবং হামাসকে যুক্ত করা হয়েছে। ইসরায়েল ও গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। রিপোর্টটি বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপি’র হাতে আসে।

জাতিসংঘ যুদ্ধে শিশুদের ক্ষতি করার জন্যে সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকেও কালো তালিকাভুক্ত করেছে। একইসঙ্গে সংস্থাটি বিশ্বজুড়েই শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছে।

এতে সংস্থার মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।

শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ওই রিপোর্টে গুতেরেস লেখেন, গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতঙ্কিত।

রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি