ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইসরায়েলের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করল মালয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২০ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলের পতাকাবাহী জাহাজ ভেড়া নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়া দেশটির যে কোন বন্দরে ইসরায়েলগামী জাহাজে পণ্য তোলার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কুয়ালালামপুর।

গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশটি এ উদ্যোগ নিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এ সিদ্ধান্তের কারণে তার দেশের বাণিজ্য প্রভাবিত হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলের পতাকাবাহী কোন জাহাজ মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না এবং ইসরায়েলগামী কোন জাহাজ মালয়েশিয়ান বন্দর থেকে পণ্য তুলতেও পারবে না।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে মালয়েশিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি