ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইসরায়েলের সেনার গুলিতে চার ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে গাজা ও পশ্চিম তীরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর গাজায় বিক্ষোভকালে গুলিতে দুই ফিলিস্তিনি নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষে দুই ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের দল হামাস গত সপ্তাহে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ইন্তিফাদার ডাকে সাড়া দিয়েই রাস্তায় রাস্তায় চলছে ফিলিস্তিনিদের বিক্ষোভ। পশ্চিম তীরে শুক্রবার বিক্ষোভ করেছে প্রায় আড়াই মানুষ।

এদিকে, রামাল্লাহ, কালকিলিয়া, হেবরন, বেথেলহেমসহ আরও কয়েকটি স্থানেও একই রকম সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ৬ ডিসেম্বরে ট্রাম্পের জেরুজালেমকে রাজধানীর ঘোষণাকে কেন্দ্র করে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা দানা বাধে।

সূত্র: এবিসি নিউজ

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি