ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ইসরায়েলের হামলায় লেবাননে ৬০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৩৪, ২৯ অক্টোবর ২০২৪

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। 

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত লেবাননে মোট ১,৭০০ জনের বেশি নিহত হয়েছেন। যদিও এই সংখ্যা আরও বেশি হতে পারে।

হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন উল্লেখ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। উদ্ধার অভিযান এখনও চলছে। 

নিহতরা বেকা উপত্যকার ১২টি অঞ্চলের, যেখানে হিজবুল্লাহর আধিপত্য রয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে। অন্তত ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট ১,৭০০ জনের বেশি নিহত হয়েছে।

বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ বলে অভিহিত করেছেন।

বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার সেখানে প্রচণ্ড হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা ছিল না।

সরকারী ন্যাশনাল নিউজ এজেন্সির খবর অনুসারে, উপকূলীয় শহর টায়ারসহ ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানোর সময় তারা এখানে এসেছিল।

দুই প্রতিপক্ষের মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের মতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি