ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৫১, ৪ সেপ্টেম্বর ২০১৯

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো অভিন্ন নীতিমালার আওতায় আনা যায় না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের পরিপন্থী। যার কারনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নষ্ট হবে।’

মানববন্ধনে জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল বক্তব্য রাখেন। 
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেখান থেকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করার ঘোষণা দেন।

এর আগে গত ২৮ আগস্ট এ নীতিমালাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের সাথে অসঙ্গতিপূর্ণ দাবি করে সাধারণসভায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি