ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে চালান পরিশোধ কার্যক্রম উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:০৩, ২ নভেম্বর ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ-চালান পরিশোধ কার্যক্রম ১ নভেম্বর সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সেবা উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. ম্হাবুবুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ হোসাইন, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর একেএম মোখলেসুর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র আইটি পরামর্শক মো. শরীফুর রহমান। রেজিষ্টার্ড আই-ব্যাংকিং ব্যবহারকারীরা এ সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ফি, ই-পাসপোর্ট ফি, ট্যাক্স এবং ভ্যাট পরিশোধ করতে পারবেন।
কেআই//  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি